বুধবার, ১৪ জুন, ২০১৭

কিভাবে স্মাট হব?

সবাই চায় একটু স্মার্ট হতে,সবার সামনে নিজেকে সুন্দর করে তুলতে। এর জন্য অনেকে অনেক কিছু করি,কেউ হতে পারি আবার কেউ পারিনা। আসলে স্মার্ট হওয়া এটা আল্লাহ তায়ালার দান, তারপরেও আমরা যদি সঠিক নিয়মে চেষ্টা করি তাহলে আমরাও স্মার্ট হতে পারব।স্মার্ট হওয়ার কয়েকটি ধরন আছে যেমন কেউ দেখতে সুন্দর, লম্বা,হাটাচলা সুন্দর সে স্মাট এমনি ভাবে যে মানুষ টা ভদ্র,সভ্য,কথা বার্তা সুন্দর সেও স্মার্ট,এবং প্রকৃত স্মাট। আমাদের প্রকৃত স্মার্ট হওয়া আবশ্যক। তারপরে বাহ্যিক টা।তো কিভাবে স্মার্ট হব সেই কথায় আসি, স্মার্ট হতে হলে সুন্দর হতে হয়,লম্বা হতে হয়, তো এগুলো হওয়ার জন্য আবশ্যক নিয়মিত খাওয়া-দাওয়া করা ঘুমানো সকল বদ অভ্যাস ত্যাগ করা। প্রোটিন জাতীয় খাবার খাওয়া যেমন গরুর গোস্ত,দুধ, ডিম ইত্যাদি। এবং নিয়মিত ব্যায়াম করা। সবাই ভালো থাকবেন।  আল্লাহ হাফেজ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন